এস এম রাফি ২৪ অক্টোবর ২০২৩ , ১:২২ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপিত হবে আগামী ২৮ অক্টোবর। এদিন দেশের রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বৌদ্ধ সম্মিলিত সমাজ। সোমবার (২৩ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলগুলোর প্রতি এ আহ্বান জানান তারা।
সংগঠনটির যুগ্ম মহাসচিব সুমন কান্তি বড়ুয়া বলেন, আগামী ২৮ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত হবে। বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় প্রতি বছরের ন্যায় হৃদয়ের গভীর শ্রদ্ধা ও ধর্মীয় আচার এবং সামাজিক-সাংস্কৃতিক আনুষ্ঠানিকতায় এই দিনটি পালনের জন্য বিগত এক বছর ধরে অপেক্ষা করে আসছে। বৌদ্ধ সম্প্রদায়ের এই তিথি বা উৎসব পূর্ণিমাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় বিধায় এক বছর পূর্বেই এই ধর্মীয় অনুষ্ঠানের দিন-তারিখ নির্দিষ্ট হয় এবং সকল সরকারি-বেসরকারি পঞ্জিকায় এটি অন্তর্ভুক্ত থাকে। তাই আমাদের প্রত্যাশা ছিল অবশ্যই দূরদর্শী চিন্তা সম্পন্ন এ দেশের রাজনৈতিক প্রাজ্ঞ নেতৃবৃন্দ যেকোন রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বিবেচনা করে আসন্ন পূর্ণিমা তিথিকে রাজনৈতিক কর্মসূচি মুক্ত রাখবেন।
‘কিন্তু দুঃখের বিষয় যে, দেশের কিছু রাজনৈতিক দল হয়ত অনিচ্ছাকৃত ও অনুধাবনবশত উক্ত দিবসে কর্মসূচি প্রদান করেছেন, ইতোমধ্যে এই কর্মসূচি নিয়ে চলছে নানা মাত্রিক প্রচারণা। যা সাধারণ বৌদ্ধ জনগোষ্ঠীর মনে তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশ গ্রহণের ক্ষেত্রে ভীতির সঞ্চার হয়েছে, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। যে কারণে এই পবিত্র পূর্ণিমা দিবসে ধর্ম-প্রাণ বৌদ্ধ জনগোষ্ঠী নির্বিঘ্নে যাতায়াতের ক্ষেত্রে শংকিত হয়ে পড়েছে।’
তিনি বলেন, বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠানগুলো মূলত বৌদ্ধ বিহার কেন্দ্রিক। তাই বৌদ্ধ ধর্মাবলম্বীরা যে যেখানেই বসবাস করুন না কেন, ধর্মীয় তিথিতে সকলেই বিহারে সমবেত হয়। এজন্য শঙ্কাহীনভাবে ধর্ম পিপাসু মানুষের যাতায়াত এবং দ্বিধাহীন চিত্তে ধর্ম পালনের যথার্থ পরিবেশ সৃষ্টির লক্ষে আমরা দেশের রাজনৈতিক দল ও প্রাজ্ঞ রাজনীতিবিদদের সহোযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, পবিত্র প্রবারণা পূর্ণিমার একটি বিশেষ সংস্কৃতি বা আচার অনুষ্ঠার আছে যা বৌদ্ধসম্প্রদায় ছাড়াও আমাদের ভ্রাতৃ-প্রতিম ইসলাম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় ও খ্রিস্টান সম্প্রদায়সহ অন্যান্য জাতি-গোষ্ঠীকেও আকর্ষণ করে। তা হলো বৌদ্ধদের ঐতিহ্যবাহী ফানুস উত্তোলন উৎসব। এই ফানুস উত্তোলনে ধর্মীয় দিক ছাড়াও সর্বজনীন মানবিক আনন্দের ঐতিহ্য রয়েছে। যে কারণে এটিকে বাঙালির চিরায়ত সামাজিক উৎসবও বলা যায়। প্রতিবছর ফানুস উত্তোলনের মতো এহেন একটি সর্বজনীন ঐতিহ্যবাহী অনুষ্ঠানের জন্য বৌদ্ধদের সাথে দেশের ধর্ম-বর্ণ সম্প্রদায় নির্বিশেষে মুসলিম, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের ভাই-বোনেরাও অধীর আগ্রহে অপেক্ষা করে এই উৎসব দেখার জন্য।
সুমন কান্তি বড়ুয়া বলেন, বলাবাহুল্য, বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা শুধু একদিনের একটি অনুষ্ঠান মাত্র নয়। প্রবারণা পূর্ণিমার পরদিন হতে একমাস ব্যাপী দেশের বৌদ্ধ বিহার সমূহে অনুষ্ঠিত হবে পবিত্র কঠিন চীবর দানোৎসব। এই কঠিন চীবর দান অনুষ্ঠান নির্দিষ্ট একমাস সময়ে মধ্যে বিভিন্ন বৌদ্ধ বিহারে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠান নির্দিষ্ট একমাসের মধ্যে যে কোনো সময় আয়োজন করা সম্ভব হলেও প্রবারণা পূর্ণিমা নির্দিষ্ট পূর্ণিমা তিথিতেই আয়োজন করা বিধেয়। অন্য কোনো বিকল্প তিথিতে এই পূর্ণিমার আয়োজন করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, ‘তাই আমাদের প্রত্যাশা আগামী ২৮ অক্টোবর বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় তিথির গুরুত্বের কথা বিবেচনা করে রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করবেন।’