এস এম রাফি ১ জানুয়ারি ২০২৩ , ২:৪১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ফুলবাড়ি(কুড়িগ্রাম) প্রতিনিধি :
আজ রবিবার বছরের প্রথম দিন সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কাশীপুর উচ্চ বিদ্যালয়ে বই উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এদিন নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে বেলা ১১ টায় বই বিতরণ অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ফুলবাড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহম্মদ আলী পোদ্দার (রতন), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ফুলবাড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান, কাশীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন, কাশীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম এবং উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহাবুব হোসেন সরকার লিটু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়দুল হক বলেন, আমরা বই বিতরণের পাশাপাশি অভিভাবকদের ডেকেছি।তাদের সন্তানদের পড়া লেখার কী আবস্থা সে সম্পর্কে উন্মুক্ত আলোচনা করেছি।প্রয়োজনে তাদের কাছ থেকে পরামর্শ আহবান করেছি।
তিনি আরও বলেন, বর্তমান শিক্ষার্থীদের মোবাইল ফোনের উপর অতিরিক্ত আসক্তি তাদের ভবিষ্যৎ জীবনকে ক্ষতিগ্রস্থ করছে। এব্যাপারে অভিভাবক দের সচেতন থাকার অনুরোধ জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে আহম্মদ আলী পোদ্দার রতন বলেন,”বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। আমরা যখন পড়ালেখা করতাম তখন এক ক্লাস থেকে অন্য ক্লাসে উত্তীর্ণ হওয়ার পর বড় ভাইদের দারে দারে কম টাকায় বই কেনার জন্য ঘুরতে হতো।অনেকের সেই সামন্য টাকাও জোগাড় করার সামর্থ্য ছিল না।কিন্তু বর্তমান সরকারের আমলে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন বই হাতে পাচ্ছে যা শিক্ষা ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন সাধন করেছে”।