এস এম রাফি ৪ আগস্ট ২০২৩ , ৭:০৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের ফুলবাড়ীতে ঘরের বর্গার সাথে গলায় ওড়না পেচানো ইউসুফ আলী (২৮) নামে এক হোটেল শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
মৃত ইউসুফ আলী উপজেলার শিবনগর ইউনিয়নের পুরাতন বন্দও (নুরপুর) গ্রামের মৃত ফারুক হোসেন এর পুত্র।
স্থানীয়দের সুত্রে জানা যায়, প্রায় দ্ইু মাস ধরে তার বৌ মোছাঃ হালিমা বেগম এর সাথে রাগারাগি চলে আসছে। সে স্থানীয় বিভিন্ন সুদি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়েছিলো তাদের টাকা ফেরৎ দিতে না পারায় পারিবারিক ভাবে সবাই দুশ্চিন্তায় ছিলো। পরিবারের লোকজন আজ দুপুর তিনটায় তার থাকার ঘরে গেলে তাকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। পরে ফুলবাড়ী থানায় যোগযোগ করা হলে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপারর (ফুলবাড়ী সার্কেল) মোঃ ফরহাদ হোসাইন,তদন্ত অফিসার মোঃ শফিকুল ইসলাম,এসআই রেজাউল করিম প্রমূখ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থরে যাই এবং সেখান থেকে মৃতদেহ থানায় নিয়ে আসি। পরে কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
মোঃ হারুন-উর-রশীদ
ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধি
মোবাইল নং ০১৭১৭৮১৭৬১৭
তারিখ ঃ ০৪.০৮.২০২৩ইং
—
Md.Harun-Ur-Rashid
President
Phulbari Repoters Unity,Dinajpur
Mob:01717817617/01978817617
Date :