উত্তম কুমার মোহন্ত,ফুলবাড়ী (কুড়িগ্রাম) ১৯ জানুয়ারি ২০২৫ , ৬:০৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আলোচনা সভার মাধ্যমে চর উন্নয়নে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার ১৯ (জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড হলরুমে, রংপুর স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক আলহাজ্ব ডাঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে, হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,সাংবাদিক শাহীনুর রহমান শাহীন, প্রভাষক আরাবুর রহমান পাশা, প্রধান শিক্ষক, নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক, গোলাম মর্তুজা বকুল,পল্লী উন্নয়ন অফিস পরিদর্শক সাইফুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে, ফুলবাড়ী চড় উন্নয়নে আলহাজ্ব ডাঃ শাহাদাত হোসেন কে আহবায়ক, সাইফুর ও রহমান ফরহাদ হোসেন টুকু কে যুগ্ম আহ্বায়ক, শাহীনুর রহমান শাহীন সদস্য সচিব এবং নজরুল ইসলাম সহ পাঁচ সদস্যে বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।