উত্তম কুমার মোহন্ত ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি:গ্রাম ১ জানুয়ারি ২০২৫ , ৪:৩৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাঁকজমকপূর্ণ ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ০১(জানুয়ারি) সকাল দশটায় ফুলবাড়ী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হয়।এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী ফুলবাড়ী উপজেলা শাখার ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম রেজার সভাপতিত্বে,উপজেলা ছয়টি ইউনিয়নের ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে কাচারী মাঠের বটতলায় এসে জমায়েত হয়ে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার,সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, যুগ্মসাধারণ সম্পাদক,আরাবুর রহমান পাশা,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক,আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, মাহফুজার রহমান মাসুম প্রমূখ। এসময় বক্তারা ছাত্রদলের লেখাপড়ার প্রতি তাগিদ দিয়ে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়তে হলে ছাত্রদলকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। এছাড়া মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।