এস এম রাফি ৩০ জানুয়ারি ২০২৩ , ১০:৩৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর):
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি) এর আওতায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ই-নামজারী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বেলা ১২টায় ফুলবাড়ী উপজেলা অফিসার্স কাব সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এর সভাপতিত্বে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ই-নামজারী ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আনিচুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।
এসময় উপজেলা কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী,ফুলবাড়ী উপজেলা ইউজিডিপি কর্মকর্তা মোঃ আক্তার হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডলসহ অনেকে উপস্থিত ছিলেন।