বিবিধ

ফুলবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  এস এম রাফি ১৭ মে ২০২৩ , ৩:৪৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর):

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামের পাশে বয়ে যাওয়া ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে আলিফ(১৫) নামে এক শিশু পানিতে ডুবে মৃত্যু বরণ করেন।
নিহত আলিফ উপজেলার বারাইপাড়া গ্রামের মঈদুল ইসলামের ছেলে। সে গতকাল মঙ্গল সকাল ১১টায় ৩ জন বন্ধু মিলে নদীতে গোসল করতে গেলে এই দূর্ঘটনাটি ঘটে। নিহতর চাচাতো ভাই শাহিন আলম জানান, নিহত আলিম জয়নগর উচ্চা বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র। সে তার পরিবারের একমাত্র ছেলে সন্তান ছিলেন। শিশু আলিফের এমন আকর্ষিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।