বিবিধ

ফুলবাড়ীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  এস এম রাফি ৩০ ডিসেম্বর ২০২২ , ৪:৫৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকেঃ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৬৩টি প্রাথমিক বিদ্যালয়ে থেকে ৬৫২জন শিক্ষার্থীর অংশগ্রহণে মধ্যদিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ১০টায় ফুলবাড়ী প্রাথমিক বিদ্যালয় ও ফুলবাড়ী গোলাম মোস্তফা(জি,এম)পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রে সার্বক্ষনিক অবস্থান করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুঁইয়া জানান, উপজেলার ৫ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহনে এই পরীক্ষা সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে। এবং কোন অপ্রীতিকর পরিস্থিতি ছাড়ায় শান্তিপ্রীয় ভাবে পরীক্ষা সমাপ্ত হয়। পরীক্ষার্থী বেশি থাকায় আমাদের নির্ধারিত বিদ্যালয়ের পাশাপাশি ফুলবাড়ী গোলাম মোস্তফা(জি,এম) পাইলট উচ্চ বিদ্যালয়ের কক্ষ পরীক্ষার সেন্টার হিসাবে ব্যবহার করেছি।