বিবিধ

ফুলবাড়ীতে মৎস‍্য সপ্তাহ উদ্বোধন ও সফল মৎস্য চাষিদের মাঝে সনদ বিতরণ

  এস এম রাফি ২৫ জুলাই ২০২৩ , ৩:০৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মাহবুব হোসেন সরকার লিটু, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : “নিরাপদ মাছে ভরবো দেশ গড়ব স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৫ জুলাই মঙ্গলবার জাতীয় মৎস‍্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা মৎস‍্য দপ্তরের সামনে থেকে একটি বর্ণাঢ‍্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এ সময় হ‍্যালিপ‍্যাড পুকুরে পোনামাছ অবমুক্ত করে উপজেলা প্রশাসন ও মৎস‍্য দপ্তর। এরপর সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন উপজেলা চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।

স্বাগত বক্তব‍্য রাখেন উপজেলা মৎস‍্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আরিফুর রহমান কনক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সুমন কান্তি সাহা,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সফল মৎস্য চাষী নুরুল হক প্রমূখ ।

সফল মৎস্য চাষিদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাবিবুর রহমান হাবিব।