বিবিধ

ফুলবাড়ীতে যুগান্তরের দুই যুগ পূর্তি উদযাপন

  এস এম রাফি ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:১২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর):

‘‘পাঠকের অন্তর জুড়ে’’ এই শ্লোগান নিয়ে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার ২যুগ পর্দাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে দোয়া,আলোচনা ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়েছে।

গত বুধবার বিকেল সাড়ে ৫টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের সভাকক্ষে, দৈনিক যুগান্তর পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি ঈমাম রেজা‘র সঞ্চালনায় ও সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সুজাপুর সরকারী মড়েল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র রায়। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাইয়ুম সরকার, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি হারুন-উর-রশীদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ কবির সরকার,দপ্তর সম্পাদক সাংবাদিক আজগর আলী,প্রচার সম্পাদক সাংবাদিক মুরসালিন,সাংবাদিক আব্দুল মতিন,সাংবাদিক সৈয়দ সিরাজুল ইসলাম রিপন,যমুনা ইলেকট্রনিক্স এর ফুলবাড়ী শাখার সহকারী ম্যানেজার প্রমূখ। পরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা দোয়া অনুষ্ঠিত হয়।