বিবিধ

ফুলবাড়ীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

  এস এম রাফি ১০ জানুয়ারি ২০২৩ , ১:০০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মাহাবুব হোসেন লিটু ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০ জানুয়ারি সকাল ১১:টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে রংপুর ওল্ড ক্যাডেটস এসোসিয়েশন (রকা) নর্থ জোনের উদ্যোগে শিতার্ত বস্তু বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রংপুর ওল্ড ক্যাডেটস এসোসিয়েশন (রকা) নর্থ জোনের সভাপতি অধ্যাপক ডাঃ মনজুরুল করিম (প্রিন্স) সাধারণত সম্পাদক প্রকৌশলী সাখাওয়াত হোসেন (রাহা)সহ-সভাপতি মেজর হারুন -রশিদ (অবঃ) সহ-সভাপতি অধ্যাপক ডাঃ এ বি এম মোবাশ্বের আলম,জয়েন সেক্রেটারী ডঃ এ এস এম মাজেদুল ইসলাম উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস , উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত বীর মুক্তিযোদ্ধা মইনুল হক, সাবেক চেয়ারম্যান উপজেলা সদর, ফুলবাড়ী এবং সভাপতি বাংলাদেশ -ভারত ছিট মহল বিনিময় সমন্বয় কমিটি (বাংলাদেশ ইউনিট) রকা নর্থ জোনের সন্মানিত সদস্য ডাঃ খায়রুল ইসলাম (তপন) আইনজীবী ও রকার সদস্য এ বি এম তৌহিদুল হক, এমপির প্রতিনিধি হারু অর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু প্রমুখ।