বিবিধ

ফুলবাড়ীতে হোমিওপ্যাথি চিকিৎসকদের বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত

  এস এম রাফি ১০ মার্চ ২০২৩ , ৩:৩১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর):

দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রংপুর ও রাজশাহী বিভাগীয় হোমিওপ্যাথি চিকিৎসক সম্মেলন ২০২৩ উপলক্ষ্যে বিজ্ঞান সেমিনার,আলোচনাসভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় উপজেলার শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের হলরুমে হোমিওপ্যাথিক দিনাজপুর জেলা শাখার সভাপতি ডাঃ অবনি কান্ত মন্ডল এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. শেখ ফারুক এলাহী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডাঃ অঞ্জন কুমার দাশ,সহ-সভাপতি ডা. সালেহ আহমেদ সুলেমান,সহ-সভাপতি ডা.মোঃ নজরুল ইসলাম খান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হোমিওপ্যাথি রাজশাহী ও রংপুর বিভাগীয় সমম্বয়ক ডাঃ এস,এম, হাবিবুর রহমান মার্শাল, শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জিল্লুর রহমান,ফুলবাড়ী দারুসুন্নাহ্ সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রসার অধ্যক্ষ শাহাদাতুল্যাহ প্রমূখ। সভায় দুই বিভাগের প্রায় ২৫০জন ডাক্তারগন উপস্থিত ছিলেন।