অপরাধ

ফুলবাড়ীতে ১৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার

  উত্তম কুমার মোহন্ত,ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি: ১৯ ডিসেম্বর ২০২৪ , ৬:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫১ বোতল ফেন্সিডিল সহ দুইটি মটরসাইকেল উদ্ধার করেছে।

জানাযায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মামুনুর রশিদ এর নেতৃত্বে, এস আই শাহানুর আলম সহ মাদক উদ্ধার কারী একটি চৌকস টিম বুধবার (১৮ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাত দশটার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামের রফিকুল ইসলামের বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ০২টি মটরসাইকেলে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ১৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিকুল ইসলামের মাদক ব্যবসায়ী ছেলে রাজু আহমেদ মটরসাইকেল ফেলে বাকি সঙ্গিরা সহ পালিয়ে যায়।

এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায় তাদেরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।