বিবিধ

ফুলবাড়ী জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলার সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

  হারুন উর রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর): ১৬ জানুয়ারি ২০২৫ , ৩:২২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের ফুলবাড়ীতে দুই দিনব্যাপী অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

গত (১৬ জানুয়ারী) বৃহস্পতিবার সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ঘোষনা ও পুরুস্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আতিউর রহমান,বীর মুক্তিযোদ্ধ মোস্তাফিজুর রহমান ইনিস্টিটিউটের অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমূখ। মেলায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪টি স্টোল অংশগ্রহন করেন। পরে তাদের মাঝে পুরুস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।