শিক্ষা

বইমেলায় পাঠকপ্রিয়তা পেয়েছে রয়েল’র লেখা ‘ইংলিশের অ্যান্টিবায়োটিক’বইটি

  uadmin ১৩ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:৩৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

বইমেলা প্রতিনিধি:কর্মচঞ্চল বিশ্ব। নিত্যই নতুন। নিরন্তর তার গতি। আমাদেরও তাল মিলিয়ে চলতে হবে তার সাথে। জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্য এবং আধুনিকতার অগ্রসর পৃথিবীতে নিজেকে যোগ্যতম হিসেবে প্রতিষ্ঠিত করার প্রাণান্তর প্রচেষ্টা সবার মধ্যে। কিন্তু কীভাবে? দক্ষতা, যোগ্যতা, আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সাজাতে হবে নিজেকে। এজন্য সর্বপ্রথম এবং সর্বপ্রধান Requirement হলো ইংরেজিতে পারদর্শিতা অর্জন করা। তাই ইংরেজি শেখার প্রতি মানুষের প্রবল আগ্রহ দিন দিন বেড়েই চলেছে উৎসাহব্যঞ্জক হারে। কিন্তু অদম্য ইচ্ছা থাকা সত্ত্বেও সফল হতে দেখা গিয়েছে হাতে গোনা গুটি কয়েক মানুষকে। পাঠকপ্রিয় তরুণ লেখক মো. মনিরুল ইসলাম(রয়েল)-এর লেখা ‘ইংলিশের অ্যান্টিবায়োটিক’ বইটি ইংরেজি শেখার গুরুত্বপূর্ণ একটা বই যা প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে। একজন শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা কীভাবে ইংরেজিতে দক্ষ হতে পারে তার সহজ সহজ টিপস বইটিতে দেওয়া আছে।Grammar-এর অসংখ্য নিয়ম আর কঠিন সব Vocabulary আত্মস্থ করা সম্ভব খুব সহজেই! তাও আবার স্বল্প সময়ে ঘরে বসেই! কিন্তু কীভাবে?
— সেই টিপস এন্ড ট্রিকস মিলবে মো. মনিরুল ইসলাম (রয়েল)-এর ‘ইংলিশের অ্যান্টিবায়োটিক’ বইয়ে।

বইটিতে গ্রামার শেখার প্রচলিত ধারার পরিবর্তে দেখানো হয়েছে সবচেয়ে ফলপ্রসূ উপায়। অন্যের সহযোগিতা ছাড়াই বইয়ের প্রতিটি বিষয় পাঠকের বোধগম্য করে তুলতে রয়েছে পর্যাপ্ত উদাহরণ। সহজ, সাবলীল ভাষায় প্রতিটি বিষয়ের বিশ্লেষণের পাশাপাশি দেওয়া হয়েছে পর্যাপ্ত অনুশীলন। সবমিলিয়েই ইংরেজি গ্রামারসহ স্পোকেন ইংলিশে পারদর্শী হয়ে উঠতে বইটি হবে দারুণ সহায়ক।বইটি বাংলাদেশের প্রথম শ্রেণির প্রকাশনা প্রতিষ্ঠান ‘রয়েল পাবলিকেশন’ থেকে প্রকাশিত। বইটি প্রকাশের পর থেকে বইটি কিনতে বইমেলায় পাঠকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বইটি অমর একুশে বইমেলা ২০২৪ এ রয়েল পাবলিকেশন-এর ৬৪৭ নং স্টল সহ বিভিন্ন অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে।