এস এম রাফি ৭ জুলাই ২০২৩ , ১০:১০ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
মোঃ এমদাদুল হক বগুড়া:
বগুড়ার কাহালুতে মনোয়ারা বেগম নামে এক ভুয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার কাহালু থিয়েটার সড়কের উত্তর পাশে স্টার বিল্ডিং’র তৃতীয় তলায় মনোয়ারা বেগমের চেম্বারে ভ্যাম্যমান আদালতের অভিযানে এ অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু মুসার নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কাহালু হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ মাশরুরুল আলম জাকি ও কাহালু থানার এস আই নাজমুল হক।
জানা যায়, মনোয়ারা বেগম অবসরপ্রাপ্ত একজন উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার। তিনি ডাক্তার না হয়েও গাইনী ডাক্তার পরিচয় ব্যবহার করে রীতিমত চেম্বারে বসে রোগীদের দেখেন। সম্প্রতি রোগীদের ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ পেয়ে তার চেম্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে রোগীসহ তাকে হাতেনাতে ধরা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু মুসা জানান, ভুয়া ডাক্তার সেজে রোগী দেখা ও ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগে মনোয়ারা বেগমের ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ডাক্তার পরিচয় ব্যবহার করে চেম্বারে বসে আর রোগী না দেখা ও চিকিৎসা করবেনা মর্মে মনোয়ারা বেগম অঙ্গীকার করেছেন।