এস এম রাফি ১৭ মার্চ ২০২৩ , ৮:৩১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে কুড়িগ্রাম চিলমারীতে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ মার্চ) দুপুর ২ টায় চিলমারী সরকারি কলেজ মাঠে থানাহাট মন্ডল পাড়া জুনিয়র একাদশের সঙ্গে মন্ডল পাড়া সিনিয়র একাদশের এ খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহঃ অধ্যাপক মামুন অর রশিদ,আইন বিষয়ক সম্পাদক চিলমারী উপজেলা আওয়ামীলীগ,মোঃজাহিদ আনোয়ার পলাশ, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা ছাত্রলীগ।
খেলার শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন সিনিয়র একাদশের অধিনায়ক। ১৫ ওভারের খেলায় তারা ৯৯রান সংগ্রহ করেন।১০০রানের টার্গেট নিয়ে নেমে জুনিয়র একাদশ ১৫ ওভার খেলে ৯১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এতে করে সিনিয়র একাদশ ৮ রানে জয়লাভ করে।
পরে বিজয়ী ও পরাজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।