সারাদেশ

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  মুন্সীগঞ্জ প্রতিনিধি ১১ মার্চ ২০২৪ , ৩:৫৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটর সাইকেল দুর্ঘটনায় ৩৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় মাওয়াগামী এক আরোহী নিহত হয়েছে ।
সোমবার সকাল ৮ টার দিকে সিরাজদিখান উপজেলার বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের
নিমতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৮ দিকে মাওয়াগামী মোটর সাইকেলটিকে নিমতলা নামক এলাকায় অজ্ঞাত দ্রুতগামী গাড়ী চাপা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী নিহত হয় । নিহতের পরিচয় ও ঘাতক যানের শনাক্তের চেষ্টা চলছে ।