সারাদেশ

বাউফলে ছাত্রলীগের পদ পেতে বিবাহিত-অছাত্র-হত্যা মামলার আসামির দৌড়ঝাঁপ

  এস এম রাফি ১০ অক্টোবর ২০২৩ , ৬:২৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলার বাউফল উপজেলা ছাত্রলীগের পদ পেতে বিবাহিত, অছাত্র ও চার্জশিটভূক্ত আসামিরা জেলা ছাত্রলীগের কাছে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে ৬ন ও সাধারণ সম্পাদক পদে ৮ জন, পৌর ছাত্রলীগের সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ২ এবং কলেজ ছাত্রলীগে সভাপতি পদে ১ জন ও সাধারণ সম্পাদক পদে ১জনসহ অন্যান্য পদে মোট ৭০জন তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। ইতিমধ্যে কাঙ্খিত পদের জন্য তারা দৌঁড়ঝাঁপ শুরু করেছেন।

অভিযোগ রয়েছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন তাদের মধ্যে‘আ’, ‘রু’ ও ‘ই’ আদ্যক্ষরের ৩ জনই হচ্ছেন বিবাহিত। অছাত্রও ও হত্যার মামলার চার্জশিটভুক্ত আসামিও রয়েছেন। গত তিন মাস আগে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে ১০ জুলাই নতুন কমিটি ঘোষণার জন্য পদপ্রাথীদের জীবন বৃত্তান্ত আহবান করা হয়। এর পর থেকেই ছাত্রলীগের বিতর্কিত নেতারা নতুন করে পদ পাওয়ার জন্য দৌঁড়ঝাঁপ শুরু করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের একাধিক সাবেক নেতা অভিযোগ করেন, বিবাহিত, ছাত্রত্ব নেই বা চার্জশিটভুক্ত আসামিরা যদি ছাত্রলীগের নেতৃত্বে আসে তাহলে কমিটি বিতর্কের মধ্যে পরবে। এ ছাড়াও গঠনতন্ত্রে স্পষ্ট করেই বলা আছে, বিবাহিত বা ছাত্রত্ব নেই এমন কেউ গুরুত্বপূর্ণ পদে তো দূরের কথা সদস্য হতে পারবেনা।

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘দক্ষ সাংগঠনিক ছেলে,যাঁদের নামে রাষ্ট্র বিরোধী কোন অভিযোগ নেই,তাদের নেতা বানানো হবে । বিবাহিত ও হত্যা মামলা আসামী এবং অছাত্র এমন কেউ জীবনবৃত্তন্ত জমা দিলেও যাচাই বাছাই করে তাদের বাদ দেয়া হবে। গঠনতন্ত্রের বাইরে নেতৃত্ব কারো আসার সুযোগ নেই।