এস এম রাফি ১০ সেপ্টেম্বর ২০২৩ , ৯:২৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কাউনিয়ার হরিশ্বর গ্রামে ২৫ বছর ধরে পৈতৃক ভিটায় বসবাস করে আসা শের জামালের বাড়িতে প্রবেশের রাস্তা শত্রুতা বসত প্রতিবেশি প্রতিপক্ষ শাহ জামাল গং কর্তৃক ঘটনার দিন ৫ সেপ্টেম্বর দুপুরে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করতে গেলে তাতে বাঁধা দেওয়ায় শের জামালের প্রতিবন্ধি স্ত্রী সাহেদা বেগম কে এলোপাতাড়ি মারপিট ও খুন্তি দিয়ে আঘাত করে হাতে আঘাত করে ক্ষত বিক্ষত করে। ডাক্তার হাতের কাটা স্থানে ৭ টি সেলাই দিয়েছে ও মাকে আঘাত করার দৃর্শ্য দেখে তার কন্যা সুমি খাতুন এগিয়ে গেলে তাকেও কে মারপিট করে আহত করে। আহতদের কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সাহেদা বেগম নিজে বাদী হয়ে কাউনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়ননের হরিশ্বর গ্রামে শের জামাল তার পৈতৃক সূত্রে পাওয়া জমির উপর বাড়ি ঘর তৈরি করে বসবাস করে আসছে ঘটনার দিন ৫ সেপ্টেম্বর প্রতিবেশি জামাল হোসেন গং তাদের বাড়িতে যাওয়ার রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিতে যান। এসময় শের জামালের প্রতিবন্ধি স্ত্রী সাহেদা খাতুন বাঁধা দেন। এসময় আসামিরা একত্রিত হয়ে সাহেদা কে বেদম এলোপাতাড়ি মারপিট শুরু করে এক পর্যায়ে লোহার খুন্তি দিয়ে তার মাথায় আঘাত করে সাহেদা জীবন বাঁচাতে হাত দিয়ে খুন্তি টি আটক করার চেষ্টা চালালে ডান হাতের কনুই থেকে কবজি পর্যন্ত কেটে যায় এতে ডাক্তার ৭ টি সেলাই দেন। এদৃর্শ্য দেখে মেয়ে সুমি এগিয়ে আসলে তাকেও বেদম এলোপাতাড়ি মারপিট করে আহত করে আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।