সারাদেশ

বিএনপির ‘অগ্নিসন্ত্রাসের’ বিরুদ্ধে রৌমারীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  uadmin ৩০ জুলাই ২০২৩ , ৮:৩১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

শুক্রবার  ঢাকায় বিএনপির অগ্নি সন্ত্রাস,নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে রবিবার (৩০জুলাই) বিকালে
রৌমারী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এর প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি’ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা’র নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

বিক্ষোভ মিছিল শেষে উপজেলার প্রাণকেন্দ্র শাপলা চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য- এডভোকেট মাছুম ইকবাল , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা, আওয়ামী লীগ নেতা আবু হানিফ মাষ্টার,সুমন ,উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য হারুনর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।আরোও উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সহ-সভাপতি ,সাবেক
জেলা কমিটির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা চরবন্ধু আলহাজ্ব মুরাদ লতিফ, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,ছাত্রলীগের সাবেক সভাপতি সালমান ফারসি তুষার,ছাত্রলীগ নেতা রাফিউজ্জামান হৃদয়,শেখ সবুজ, মাসরুকুর রহমান বিপ্লব, আব্দুল করিম, ইমরান হোসেনসহ প্রমুখ।

বক্তারা বলেন,বিএনপির অগ্নি সন্ত্রাস,নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে এবং প্রতিরোধে আওয়ামী লীগ ও তার অংগ সংগঠন সর্বদা প্রস্তুত, যে কোন মুল্যে বিএনপি, র অগ্নি সন্ত্রাস,নৈরাজ্য প্রতিহত করা হবে।