সারাদেশ

বিএনপি নেতার গায়ে হাত তোলা সেই ছাত্রদল নেতাকে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি 

  এস এম রাফি ২৩ আগস্ট ২০২৩ , ৭:৫৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কাউনিয়া উপজেলা বিএনপির এক জরুরী সভা মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠন বিরোধী কার্যকলাপ ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বালাপাড়া ইউনিয়ন সম্পাদক মোঃ শাহজাহান আলী ও জেলা ছাত্রদলের নেতাদের সাথে অসৌজন্যমূলক ও অশোভন আচরণ, উপজেলা ছাত্রদলের কর্মীদের গায়ে হাত তোলা সহ নানা অভিযোগের কারণে ছাত্রদলের উপজেলা কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম কে ছাত্রদলের দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

কাউনিয়ায় তিস্তা নদী থেকে নিষিদ্ধ জাল উদ্ধার : পুড়িয়ে ধ্বংস

উপজেলা বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের যৌথ সভায় এ সিন্ধান্ত নেয়া হয়েছে। যৌথ সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু, যুগ্ন আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান পলাশ, জামিনুর রহমান,আলমগীর চৌধুরী লিটন,আখতারুজ্জামান মন্ডল,আতিকুল ইসলাম সোহাগ, সাবেক ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম,সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন,যুগ্ম আহ্বায়ক ওয়াকিল আহমেদ, মোশাররফ হোসেন রকসি, মনু সরকার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আব্দুল হামিদ, দআব্দুল বাকি ,রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য আমিনুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আপেল প্রমূখ।