রাজনীতি

বিএনপি মিথ্যাচারে শ্রেষ্ট বাংলাদেশ আজ উন্নয়নে রোল মডেল-বললেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি

  এস এম রাফি ২২ জানুয়ারি ২০২৩ , ৭:৩৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ দেশের যে দিকে তাকাই সে দিকেই দৃর্শ্যমান উন্নতি হয়েছে, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বিএনপি চোখে দেখে না, বিএনপি মিথ্যা চারে শ্রেষ্ট,এ সরকারের উন্নয়নের কথা পথে ঘাটে সব খানে আপনাদেরকে বলতে হবে। বঙ্গবন্ধু অকৃত্রিম সাহস নিয়ে ৭ মার্চের ভাষণে বলেছিলেন আমাদের দাবায়া রাখতে পারবানা, তেমনি আর্ন্তজাতিক ষড়যন্ত্রের পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মত সাহস নিয়ে বলেছিলেন আমরা নিজের টাকায় পদ্মা সেতু করবো, তোমরা টাকা না দিলেও পদ্মা সেতু হবে, তিনি তা করে দেখিয়েছেন। ৩৫ হাজার কোটি টাকা খরচ করে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। পদ্মা সেতুর শুরুতেই বলা হয়েছিল দূর্নীতি হয়েছে কিন্ত কানাডার আদালত রায় দিল পদ্মা সেতু প্রকল্প কোন দূর্নীতি হয় নাই। আজ অবাক বিশ্ব তাকিয়ে দেখে বাংলাদেশের উন্নয়ন। আর দেশের উন্নয়ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তাই বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেল। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি আওয়ামী লীগ কাউনিয়া উপজেলা ওয়ার্ড,ইউনিয়ন শাখার সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে রবিবার সন্ধ্যায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কাউনিয়ার বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়াম হলরুমে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সারাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল,জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, সহ-সভাপতি জয়নাল আবেদীন, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনছার আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ জমসের আলী, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দিলদার আলী প্রমূখ।
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি আরো বলেন বাংলাদেশ আওয়ামী লীগ তীর্ণমূল থেকে একটি শক্তিশালী দল, আপনার সে দলের নেতা কর্মী। কিছু হাইব্রিড নেতা পকেটে টাকা নিয়ে এসে আওয়ামী লীগের নেতা হতে চায়। এবারে ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব দিতে গেলে বা কমিটিতে আসতে গেলে তার সৎ চরিত্রবান, দূর্নীতি মুক্ত, অন্যের টাকা মেরে খায় না, স্বচ্ছ, সুন্দর, আওয়ামী লীগের আর্দশ নীতিতে বিশ্বাসী এমন লোককে নেতা বানাতে হবে। আমি ইউনিয়ন কমিটি গঠনের সময় থাকতে চাই, যাতে কমিটি গঠনে টাকার খেলা না হয়, সেটাকে রোধ করতে হবে। আওয়ামী লীগের শক্তি তৃর্নমূলের নেতা কর্মীরাই।