এস এম রাফি ৩ অক্টোবর ২০২৩ , ১১:৫৩ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
জীবনে প্রেমিকের গুরুত্ব কতটুকু? -এমন প্রশ্ন খুব সহজে করা গেলেও এর উত্তরটা বোধহয় এক কথায় দেয়া সম্ভব নয়। তবে প্রেমিক যে বন্ধুর চেয়েও গভীরতর ঘনিষ্ঠ বন্ধু এ কথা নির্দ্বিধায় বলা যায়। প্রেমিকার মনের সবটা জুড়ে যেমন প্রেমিকের বিচরণ, তেমনি নির্ভরশীল ছায়া হয়ে প্রেমিকার পাশে থাকেন অষ্টপ্রহর।
ইংরেজি বয়ফ্রেন্ডকে বাংলায় বলা হয় প্রেমিক। সেই প্রেমিক হওয়া কিন্তু ততটা সহজ নয়। প্রেমিক আর সত্যিকারের প্রেমিকের মাঝে অনেক পার্থক্য রয়েছে। যতটুকু পার্থক্য প্রেমিকার জীবনের গতিপথ নির্ধারণ করে দেয়। কেবল মিষ্টি মিষ্টি কথা আর সুন্দর সুন্দর স্বপ্ন দেখানো নয়। বরং সেই স্বপ্ন বাস্তবায়নে কার্যকরভাবে পাশে থাকে সত্যিকার প্রেমিক। দমে যাওয়া মুহূর্তে সাহস জোগানো, কঠিন সময়ে শক্ত করে হাতটা ধরতে পারা; এসবই একজন সত্যিকারের প্রেমিকের বৈশিষ্ট্য।
আপনার প্রেমিক পুরুষ যদি বাহ্যিকভাবে ততটা সুদর্শন নাও হয় কিংবা ছন্নছাড়া হয় এসব কিন্তু তার অযোগ্যতা নয়। কে জানে, তিনি হয়তো আপনাকে ভালোবাসার ক্ষেত্রে শতভাগ সৎ! এমন একজন প্রেমিক যদি আপনার জীবনে থাকে, তাহলে শুরুর প্রশ্নটা গুরুত্বহীন। আপনার প্রেমিক আপনার জীবনের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তা আর আয়োজন করে বলার অপেক্ষা রাখে না। আর এমন সত্যিকারের প্রেমিকের জন্যই আজকের এই দিন।
আজ ৩ অক্টোবর, ‘বয়ফ্রেন্ড দিবস’। তাই বয়ফ্রেন্ড দিবসে চাইলেই প্রিয়তমকে কতটা ভালোবাসেন তা বোঝাতে পারেন। তার জন্য আজকের দিনটি উদযাপন করতেই পারেন। কারণ খারাপ সময়ে যে আপনার মুখে হাসি ফোটায়, আজকে না হয় আপনি তার মুখে একটু হাসি ফোটালেন, ব্যাপারটা কিন্তু মন্দ হবে না।
জানা গেছে, ২০১৪ সাল থেকে এ দিনটিকে প্রেমিক দিবস হিসেবে পালন করা হচ্ছে। তবে এটা জনপ্রিয়তা পেয়েছে ২০১৬ সালের পর। বর্তমানে বিশ্বব্যাপী দিনটি নানা আয়োজনে পালন করেন প্রেমিকারা। এদিন প্রেমিকারা উপহার দিয়ে মনে করিয়ে দেন, তারা কতটা ভালোবাসেন তাদের প্রেমিককে। একসময় ‘আমি তোমাকে ভালোবাসি’ বলেই প্রেমিককে দিনটি স্মরণ করিয়ে দিতেন প্রেমিকারা। এখন ইন্টারনেটের মাধ্যমে নানা মজা করে ভালোবাসার কথা প্রকাশ করেন প্রেমিকারা।
পৃথিবীর সব প্রেমিকার কাছে তার প্রেমিক বন্ধুর চেয়ে বেশি কিছু, আবেগ ও ভরসার স্থান। তাই তো এমন দিনে জীবনানন্দ দাশের এ কবিতা উচ্চারণ করাই যায়, ‘তুমি সখী, ডুবে যাবে মুহূর্তেই রোমহর্ষে—অনিবার অরুণের ম্লানে/ জানি আমি; প্রেম যে তবুও প্রেম; স্বপ্ন নিয়ে বেঁচে রবে, বাঁচিতে সে জানে।’
সূত্র: ব্রেকিং নিউজ