এস এম রাফি ৬ আগস্ট ২০২৩ , ৬:৩৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নে এক গৃহবধূকে (১৯) ধর্ষণের অভিযোগে ফারুক মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ আগস্ট) দিবাগত রাতে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার হরিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢুষমারা থানা পুলিশের একটি দল।
ঢুষমারা ধানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত ফারুকের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মাদারীপাড়া গ্রামে।
এজাহারের বরাতে ওসি বলেন, ফারুক মিয়া বেড়াতে এসে গত ৪ আগস্ট অষ্টমীরচরের এক গৃহবধূকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরে ওই গৃহবধূ বাদী হয়ে গত ৫ আগস্ট ঢুষমারা থানায় ধর্ষণ মামলা করেন। পরে ঢুষমারা থানা পুলিশের একটি দল শনিবার রাতে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ফারুক মিয়াকে গ্রেফতার করে।
ওসি আরও জানান, অভিযুক্ত ফারুক অষ্টমীরচরে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ওই গ্রামের এক গৃহবধূকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ওই গৃহবধূর মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।