শিক্ষা

বেরোবিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

  বেরোবি প্রতিনিধি: ১০ ডিসেম্বর ২০২৪ , ৫:০৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে, কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি) প্রকল্পের অর্থায়নে এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সার্বিক সহযোগিতায় কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার স্মারক মাঠে এই সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড.মো.ইলিয়াশ প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো.শওকাত আলী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো.শওকাত আলী বলেন, দেশে একটা সময় হাল চাষ হতো। কালের বিবর্তনের এখন তা আর নেই। প্রযুক্তির বিপ্লবে এখন অনেক প্রযুক্তি আবিষ্কার হয়েছে।বিদেশ থেকে যন্ত্রপাতি আনার প্রচলন দিনে দিনে কমিয়ে নিজ দেশের প্রতি নির্ভরশীল হয়ে উঠায় কৃষি গবেষণা ইন্সটিটিউটগুলো অবদান রাখছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটকে এমন ব্যতিক্রমী আয়োজন করায় ধন্যবাদ জানিয়ে উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের এসব উদ্ভাবনের প্রতি আগ্রহী হয়ে উঠা জরুরি। তাতে করে কৃষির সাথে প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশের কৃষি আরও উচ্চ পর্যায়ে পৌছাবে।তাই শুধু সার্টিফিকেট অর্জনই আসল শিক্ষা নয়, বরং বাস্তবিক ও প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহারই উত্তম শিক্ষা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমান ও দিনাজপুর কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মুহাম্মদ শামসুল হুদা। এছাড়াও প্রবন্ধ উপস্থাপন করেন এফএমপিআই বিভাগ মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড.মো.নুরুল আমিন।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।