বেরোবি প্রতিনিধি: ২২ জানুয়ারি ২০২৫ , ১০:৪৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণিত বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা সাংগঠনিক সম্পাদক সুরাইয়া ইয়াসমিন ঐশী নামের এক শিক্ষার্থীর পরিক্ষায় অংশগ্রহণ না করেও পাশ করিয়ে দেয়ার অভিযোগ ওঠে ঐ বিভাগের শিক্ষক প্রফেসর ড. রুহুল আমিনের বিরুদ্ধে।
বুধবার (২২ জানুয়ারি) পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হয়েছেন মর্মে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত অভিযোগ তদন্তে ৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এই কমিটি গঠন করেন।
তিন সদস্যের এই কমিটিতে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মোঃ তানজিউল ইসলামকে আহবায়ক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিককে সদস্য এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হান্নান মিয়াকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে অবিলম্বে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে।