কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি : ২২ নভেম্বর ২০২৪ , ৪:১১ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিতার্কিকদের সংগঠন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরামের (বিআরইউডিএফ) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রিশাদ নূরকে সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরাতুল জান্নাত ঊষাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
গত বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম স্বাধীন বাংলা বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সংগঠনের ৫৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সহসভাপতি যুথী রানী, সিদ্দিকুর রহমান, রুবায়েত হোসেন, রিফাত, মাসুদ ও জয়েন সেক্রেটারি গালিবা ইবনাত, গাজী আজম এবং সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন মো. আবুল খায়ের জায়ীদ
এ ছাড়া দপ্তর সম্পাদক- মাহেদা তাইয়েবা, কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেরা বিনতে মুহতারিজ, সাদিয়া তাবাসসুম, ক্যাম্পাস অ্যাফেয়ার্স সেক্রেটারি আল আমিন সাদেক সায়েম, হাসান আলী, আসিফ মহমুদ, নিম্মি আক্তার দায়িত্ব পালন করবেন।
মহিলা বিষয়ক সম্পাদক সাথী রায়, শামীমা আক্তার শিম, বিতর্ক গবেষণা সম্পাদক জুয়েল হক, মানব কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর মুয়াজ, আইটি সেক্রেটারি খাদিমুল সরদার, ডিবেট রিচার্জ সেক্রেটারি সীমান্ত চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক মরিয়ম আক্তার, জীবন কুমার রায়, মাহফুজ রহমান সিয়াম, সায়মা আক্তার, প্রচার সম্পাদক প্রীতম দেব নাথ চিফ ওফ ইংলিশ ইয়িং কায়েম উদ্দিন, আবরার সামীন, জুনায়েত শেখ দায়িত্ব পেয়েছেন।
স্বাধীন বাংলা বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে আন্তঃবিভাগের ফাইনালে জয় লাভ করে লোকপ্রশাসন বিভাগ এবং রানারআপ হয়েছে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ। আন্তঃকলেজ প্রতিযোগিতায় আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নিয়েছে রংপুর সরকারি কলেজ।
ডিবেট ফোরামের নতুন নির্বাচিত সভাপতি বাংলাদেশ মেইলে বলেন, “বিআরইউডিএফ এর সভাপতি হওয়ার অনুভূতিটি খারাপ বা ভাল কোনটাই না। অনেক দায়িত্ব অনুভূত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিতর্ককে আমাদের ক্লাব বিগত ৭/৮ বছর থেকে এক কাঁধে করে বহণ করে যাচ্ছে। এখন এত বড় দায় টা আমার।
যদি বলেন পরবর্তীতে কোন জায়গায় আমার ক্লাবকে দেখতে চাই? আমি বলব আমার ক্লাব বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আনবে। এটাই দেখতে চাই। ইতোমধ্যে গতবছর আমরা বেরোবির ইতিহাসে প্রথম ন্যাশনাল ব্রেক করি সংসদীয় আন্ত:ক্লাব টুর্নামেন্ট এ। সামনে চ্যাম্পিয়নশিপ লক্ষ্য।
এখন সেই সাথে আমরা ফলাফল এর চাইতে কর্মে বিশ্বাসী । আগামী এক বছরে ১০০ বিতার্কিক তৈরী করাই লক্ষ্য আমার এখন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমরাতুল জান্নাত ঊষা বলেন, ‘দায়িত্ব অনেক বড়, তবে আমি কাজের মানুষ। কাজ করার সুযোগ পেয়েছি, তাই কাজ করেই যেতে চাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই আমার প্রধান লক্ষ্য।
আমি বিশ্বাস করি, সবার সহযোগিতায় এই লক্ষ্য অর্জন সম্ভব এবং বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করা যাবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিআরইউডিএফ-এর চিফ মডারেটর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, একই বিভাগের প্রভাষক খাইরুল ইসলাম পলাশ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, লোক প্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রভাষক রাকিবুল ইসলাম ভূইয়া রোকেয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এল এম আজহারুল ইসলাম দুলাল এবং কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আশরাউল হকসহ সংগঠনের সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা।