কামরুল হাসান কাব্য,বেরোবি প্রতিনিধি: ৪ নভেম্বর ২০২৪ , ১১:৫৩ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রথম বারের মতো মাইকে আজান দেয়া হয়।
রবিবার (৩ নভেম্বর) হলের নতুন উদ্যোগ হিসেবে মাইকে আজান প্রচারিত হয়। এমন উদ্যোগকে প্রশংসা করে শিক্ষার্থীরা বলেন, পূর্বে নামাজ পড়লে জঙ্গি ট্যাগ দেয়া হতো, ক্যাম্পাসের ভিতরে ইসলামিক কোনো প্রোগ্রাম করতে বাধা দেয়া হতো। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে মাইকে আজানের ধ্বনি শুনে।
এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট আমির শরীফ বলেন, “এটি খুব প্রয়োজন ছিল এবং আমরা সবসময় ইতিবাচক কাজ করার চেষ্টা করবো। হলের পরিবেশ সুন্দর ও সাজানো গোছানো করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”