সারাদেশ

‌বৈষম্যবিরোধ ও নাগ‌রিক ক‌মি‌টির সদ‌স্যদের ওপর হামলার অ‌ভি‌যোগ বিএন‌পি নেতাকর্মী‌দের বিরু‌দ্ধে

  স্টাফ রিপোর্টার ২২ জানুয়ারি ২০২৫ , ১২:৫১ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিতরণের অনিয়ম ঠেকাতে গিয়ে বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোলন ও নাগ‌রিক ক‌মি‌টির সদ‌স্যদের ওপর হামলার অ‌ভি‌যোগ ওঠেছে বিএন‌পি নেতাকর্মী‌দের বিরু‌দ্ধে।

সোমবার উপ‌জেলার বালারহাট অ‌টো স্ট‌্যা‌ন্ডে এ ঘটনা ঘ‌টে বলে এক প্রতিবাদ বিবৃ‌তি‌তে জা‌নিয়ে‌ছে বৈষম‌্যবি‌রোধী ছাত্র আ‌ন্দোলন, কু‌ড়িগ্রাম জেলা শাখা।

অভিযুক্ত বিএন‌পি দলীয় নেতাকর্মীরা হলেন, নাওডাঙ্গা ইউনিয়ন যুব দলের সাবেক আহবায়ক মাহফুজার রহমান মাসুম,সাবেক যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রুকুল, সাবেক সদস্য সচিব আয়নাল হক, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক রেজাউল ইসলাম রেজা।

এ‌দি‌কে সোমবার (২০ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের মুখপাত্র জান্নাতুল তহুরা তন্নী স্বাক্ষারিত এক বার্তায় এ ঘটনা‌কে সন্ত্রাসী হামলা আখ‌্যা দি‌য়ে তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করে‌ছে সংগঠন‌টি।

বার্তায় উল্লেখ করা হয়েছে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ির প্রতিনিধি আনোয়ারুল ইসলাম এবং নাগরিক কমিটির সদস্য খোরশেদুল হকের ওপর নাওডাঙ্গা ইউনিয়নে বিএনপির সাবেক নেতৃবৃন্দের সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি।’

আরও বলা হয়েছে, ‘টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ঠেকাতে গেলে তাদের ওপর এই হামলা চালানো হয়। এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত আক্রমণ নয়, বরং জনগণের অধিকার এবং সুশাসন প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে একটি নিকৃষ্ট ষড়যন্ত্র।’

প্রশাসনকে আহ্বান করে প্রতিবাদ বার্তায় বলা হয়, ‘এই হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও টিসিবি পণ্য বিতরণে অনিয়ম রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হ‌বে।’

প্রতিবাদ বার্তায় সতর্ক ক‌রে দি‌য়ে বলা হয়ে‌ছে, ‘যদি এই ধরনের হামলা আবারও ঘটে, তবে জনগণের সম্মিলিত শক্তি দিয়ে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, কিন্তু আমাদের ধৈর্যকে দুর্বলতা ভাবার ভুল করবেন না।’

অভিযুক্ত উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক রেজাউল ইসলাম রেজাকে ফোন দিয়ে সংবাদকর্মী পরিচয় দিলে তিনি ব্যস্ত আছেন পরে কথা হবে বলে ফোন কেটে দেন।

আরেক অভিযুক্ত ইউনিয়ন যুব দলের সাবেক আহবায়ক মাহফুজার রহমান মাসুমকে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেন নি।

ভুক্তভোগী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ির প্রতিনিধি আনোয়ারুল ইসলাম বলেন, টিসিবির মাল বিতরণের পর অবশিষ্ট কিছু চাল থাকে। যেগুলো বিএনপির নেতাকর্মীরা নিয়ে যাচ্ছিল। পরে বিষয়টি ইউএনও স্যারকে জানাই এরপর সেখানে মাল নিতে আসা দুই-তিন জনের আইডি কার্ডের ফটোকপি নিয়ে ডিলারকে মাল দিতে বললে পাশে থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে আমাকে কার্ড সহ পাশের একটি রুমে নি‌য়ে গিয়ে মারধর করে।

তিনি আরও বলেন, আমাকে মারার পর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এশার নামাজের পরে দেখতে আসছিলেন। বালারহাটে সবাই আমার সাথে দেখা করে যাওয়ার পর আমি গাড়িতে উঠব এমন সময় বিএনপির ওই গ্রুপই লাঠিসোটা নিয়ে হামলা করে বালারহাট অটোস্টান্ডে। ওখানে আমার সাথে যারা যারা ছিলেন তাদেরকেও মারছে।

প্রেস রিলিজ’র বিষয়টি নিশ্চিত করে বৈষম‌্যবি‌রোধী ছাত্র আ‌ন্দোলন কুড়িগ্রাম জেলা কমিটির আহবায়ক আব্দুল আ‌জিজ না‌হিদ জানান, আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট উপজেলায় যারা আছেন তাদেরকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।