বিবিধ

ব্রহ্মপুত্রের শাখা নদে নিখোঁজ বর্গা চাষির মরদেহ উদ্ধার

  এস এম রাফি ২৮ জুন ২০২৩ , ৪:০৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্রের শাখানদে সাঁতরে পাড় হতে গিয়ে নিখোঁজ বর্গা চাষির মরদেহ চার ঘন্টা পর উদ্ধার করেছেন স্থানীয়রা। বুধবার দুপুর ১২টার দিকে ব্রহ্মপুত্রে নিখোঁজ হওয়া বর্গা চাষি নুর ইসলাম (৬০) এর মরদেহ পাওয়া গেছে বলে জানা গেছে।

মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম।

নিহত ওই বর্গা চাষি ওই ইউনিয়নের শাখাহাতী এলাকার মৃত. মোহর মিস্ত্রির ছেলে। তবে তিনি বসবাস করতে ওই ইউনিয়নের মানুষমারা চরে। সেখানে অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করতেন।

এর আগে আজ সকাল ৮ টার দিকে চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নের শাখাহাতী এলাকায় ব্রহ্মপুত্র নদের শাখা নদে নিখোঁজ হওয়ার ঘটনাটি ঘটেছিল।

নিখোঁজ ব্যক্তির স্বজন ও স্থানীয়রা জানান, সকালে নুর ইসলাম ও বাবলু মিয়া নামে দুই ব্যক্তি উপজেলার জোড়গাছ হাটে ঈদের কেনাকাটা করার উদ্দেশ্যে শাখাহাতির খেয়া ঘাটে যাচ্ছিলেন। ঘাটে যাওয়ার পথে শাখাহাতি চরের পাশে ব্রহ্মপুত্রের একটি ছোট শাখা সাঁতরে পাড় হতে গিয়ে বাবলু অপর প্রান্তে পৌঁছালেও পানিতে নিখোঁজ হন নুর ইসলাম। বাবুল মিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। প্রায় ৪ ঘন্টার চেষ্টায় স্থানীয়দের বর্শি ও জালের সহায়তায় পানির তলদেশে নুর ইসলামের সন্ধান মেলে। তবে ততক্ষণে নুর ইসলাম জীবিত ছিলেন না। তার নিথর দেহে ছিল না ঈদের কেনাকাটা করার কোনও স্পন্দন।

চিলমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন, সকাল আট টার দিকে ব্রহ্মপুত্রের একটি শাখা নদ সাঁতরে পাড় হতে গিয়ে ডুবে যান নুর ইসলাম। ঘটনার পর থেকে ওই শাখা নদে স্থানীয়রা জাল ফেলে চেষ্টা চালিয়ে যান । এরপর ওই শাখা নদেই দীর্ঘ চার ঘন্টা পর নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করতে সক্ষম হন স্থানীয়রা। ঈদের আগের দিন এমন ঘটনায় পরিবারটি ঈদ আনন্দ শোকে পরিণত হলো। পারিবারিক ভাবে তার দাফনের ব্যবস্থা করা হচ্ছে।