এস এম রাফি ১৫ মার্চ ২০২৩ , ১:৩৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদী সাঁতার দিয়ে পাড় হওয়ার সময় ডুবে গিয়ে নিখোঁজ হয়েছেন ৫২ বছর বয়সি আবুল হোসেন নামে এক ব্যক্তি। মঙ্গলবার দুপুর আনুমানিক ১২ টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের নন্দীরমোড় এলাকায় ঘটনাটি ঘটেছে।
নিখোঁজ ওই ব্যক্তি উপজেলার রমনা মডেল ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকার বাসিন্দা। গতকাল থেকে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে আবুল হোসেন নামে ওই ব্যক্তি মাছ ধরার উদ্দেশ্যে ব্রহ্মপুত্র নদের পূর্বে জেগে ওঠা চরে সাঁতরিয়ে পাড় হওয়ার সময় মাঝ নদীতে হঠাৎ করে তলিয়ে যায়। তখন স্থানীয়রা দেখতে পেয়ে তার পরিবার কে খবর দিলে উদ্ধারের জন্য খোজাখুজি করতে থাকেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দিনভর খোঁজাখুজির পর ফিরে যায়। আজ সকালে রংপুর থেকে ডুবুরি দল এসে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
নিখোঁজ ওই ব্যক্তির ভাতিজা মাইদুল ইসলাম বলেন,আমার চাচা দুপুরে মাছ ধরার জন্য ব্রহ্মপুত্র নদী পাড় হচ্ছিল এসময় হঠাৎ করে মাঝ নদীতে তলিয়ে যায় পরে অনেক খোঁজাখুজির পড়েও তাকে পাওয়া যায় নি।
উপজেলা ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার খবরুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে ওই স্থানে আমাদের ৩জন এবং রংপুর থেকে ৬ জন ডুবুরি এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখন পর্যন্ত ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় নি।