সারাদেশ

ভাগ্যকুলে সন্ত্রাসী হামলায় যুবক আহত

  uadmin ৩০ অক্টোবর ২০২৩ , ১:৪৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

এমএ কাইয়ুম মাইজভান্ডারি (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের শ্রীনগরে সন্ত্রাসীদের হামলায় শাকিল (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।

গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের উত্তর কামারগাঁও বাইতুল নূর কবরস্থানের মেইন গেটের সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত শাকিলের মা সাহিদা নাহার বাদী হয়ে আহাদ মোল্লা(২২)সহ ৮জনকে বিবাদী করে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২৮শে অক্টোবর সন্ধ্যার দিকে শাকিল ও প্রতিবেশী আরমান উত্তর কামারগাঁও বাইতুল নূর কবরস্থানের ভিতরে নতুন আরসিসি রাস্তায় পানি দিতে যাওয়ার সময় কবরস্থানে মেইন গেটের সামনে পৌঁছালে বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ী এলাকার মোঃ আজিজের ছেলে আহাদ মোল্লা(২২), সেলিমের ছেলে ময়নুল (২৩), জাহিদের ছেলে জনি (১৯), আবুল মোল্লার ছেলে রাকিব (২৩), দীন ইসলামের ছেলে নিরব (২৩), মনু হাওলাদারের ছেলে সাবন (৩৬), আবুল কালামের ছেলে কাশেম (২৬), জামাত আলীর ছেলে আবির (২৫)সহ অজ্ঞাতনামা ১০/১২জনের একটি সন্ত্রাসী দল পূর্ব পরিকল্পিত ভাবে দলবদ্ধ হয়ে শাকিল ও আরমানের পথরোধ করে তাদের উপর অতর্কিত হামলায় চালিয়ে গুরুত্বর আহত করে। এসময নিরবের হুকুমে আহাদ মোল্লার হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে শাকিলের এর মাথায় কোপ মেরে গুরুতর জখম হয়। ময়নুল ও জনি বাঁশের লাঠি ও গাছের ডাল দিয়ে এলোপাথারী পিটিয়ে শরীরের বিভিন্নস্থানে নীলা ফুলা জখম করে। আহত শাকিলের ডাক চিৎকার শুনে প্রতিবেশী আরমান আরো রোকজন এগিয়ে আসলে রাকিব আহত শাকিলের গলায় থাকা স্বর্নের চেইন নিয়ে খুন জখমের হুমকি দিয়ে দ্রুত চলে যায়। স্থানীয়রা আহত শাকিলকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া ভর্তি করেন।

এব্যাপারে ভাগ্যকুলের ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রতন শাহ্ বলেন, আমি একটি বিচারে ছিলাম। পরে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে শাকিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলি। কাঠালবাড়ী মোল্লাবাড়ি এলাকার ছেলেপেলেরা আক্রমণ করেছে এ ব্যাপারে শ্রীনগর থানায় অভিযোগ হয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।