চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৪ , ১০:১৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
৫ আগষ্টের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সব ধরণের ভিসা বন্ধ থাকায় অবৈধ ভাবে কুড়িগ্রামের চিলমারীর পাঁচ জেলে মাছ ধরার জন্য সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে।
বুধবার (১৩ নভেম্বর) আটক সেই পাঁচ জন জেলের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে নগদ দুই হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেছেন ইউএনও নঈম উদ্দীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নঈম উদ্দীন উত্তরের আলোকে জানান, ভারতে আটক পাঁচ জেলের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এছাড়াও তাদের জেলা প্রশাসকের নিকট সহায়তার জন্য আবেদন করতে বলা হয়েছে। আটক জেলেদের বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি। কিছু আইনগত বিষয় রয়েছে তারা দেখবেন।
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর ভারতের মেঘালয়ের দক্ষিণ পশ্চিম গারো পাহাড় জেলার মহেন্দ্রগঞ্জ এলাকার কালাইরচর থেকে অবৈধ ভাবে প্রবেশের দ্বায়ে দ্বায়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাদের গ্রেফতার করে।
আটক জেলেরা হলেন, বিপ্লব মিয়া, মীর জাহান, বকুল মিয়া, পচু মিয়া ও রাসেল মিয়া।
ভারতে আটক পাঁচ জেলে উপজেলার রমনা মডেল ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের বাসিন্দা।