এস এম রাফি ২১ আগস্ট ২০২৩ , ৯:৪৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ভারতের কেরালা রাজ্যের কানিচার গ্রামের একটি পশু খামারে ভয়ঙ্কর আফ্রিকান সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়েছে। এ কারণে স্থানীয় প্রশাসন, খামারে থাকা সব শূকর মেরে ফেলার নির্দেশ দিয়েছে।
কেরালা রাজ্যের ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলা প্রশাসন এ নির্দেশনা দেয়। একটি সর্বভারতীয় গণমাধ্যমও এ বিষয়টি নিশ্চিত করেছে।
শ্রীলঙ্কার ঋণের ৫ কোটি ডলার ফেরত পেল বাংলাদেশ
জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই খামারের ১০ কিলোমিটারের মধ্যে থাকা খামারের সব শূকর মেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া মৃত শূকরের দেহগুলোকে মাটিচাপা দিতে বলা হয়।
এতে আরও বলা হয়, সংক্রমিত ওই খামারের এক কিলোমিটার এলাকাকে সংক্রমণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও ১০ কিলোমিটারের মধ্যের এলাকাকে নজরদারিতে রাখা হয়েছে।
জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, আগামী তিন মাস ওই এলাকায় শূকরের মাংস বিক্রি ও তার পরিবহণ নিষিদ্ধ। এছাড়া গত দুই মাসের মধ্যে ওই এলাকা থেকে কোনো শূকর বা শূকরের মাংস অন্য কোথাও পরিবহণ করা হয়েছে কিনা তা স্থানীয় প্রশাসনকে জানাতে বলা হয়েছে।