এস এম রাফি ২১ ফেব্রুয়ারি ২০২৩ , ১:২৪ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ
আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভূলিতে পারি? একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ ২১শে ফেব্রুয়ারী রাত ১২টা ১৫ মিনিটে কুড়িগ্রামের চিলমারী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চিলমারী উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আবু হোসাইন সিদ্দিক রানা ও আমিনুল ইসলামের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের যুগ্ম আহবায়ক আবু হোসাইন সিদ্দিক রানা বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের রক্তস্নাত পথে উন্মেষ ঘটে বাঙালির জাতীয় চেতনা, বাঙালি খুঁজে পায় তার জাতিসত্তার আত্মপরিচয়ের দিশা।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা ও পরিকল্পনায় আত্ম পরিচয় বিনির্মাণে শুরু হয় স্বাধিকার আন্দোলনের নতুন অভিযাত্রা। জননেত্রী শেখ হাসিনা এনে দিয়েছেন বাংলা ভাষার আন্তর্জাতিক সম্মান। জননেত্রী শেখ হাসিনার অবদান মাতৃভাষার সম্মান। সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।