এস এম রাফি ২২ অক্টোবর ২০২৩ , ৩:৫৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান ছবিতে নাম লিখিয়েছেন শাকিব খান। ‘দরদ’ নামের এ ছবিটি নির্মাণ করবেন অনন্য মামুন। এর আগে নির্মাতা জানিয়েছিলেন ২০ অক্টোবর থেকে ভারতের উত্তর প্রদেশের বেনারস ও এলাহাবাদে এর শুটিং শুরু হবে। তবে শাকিব যেতে না পারায় তা সম্ভব হয়নি।
শুটিংয়ে যোগ দিতে ১৫ অক্টোবর মুম্বাইয়ের উদ্দেশে বিমানে চেপে বসার কথা ছিল শাকিবের। কিন্তু ভিসা জটিলতার কারণে আটকে গেছেন তিনি। সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন ছবির অন্যতম প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া।
শাকিব খানের ভারত যাওয়া নির্ভর করছে বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার ওপর। এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘শাকিব খানসহ বাংলাদেশে যেসব শিল্পী এই ছবির শুটিংয়ে ভারত যাবেন, তাদের সবার ওয়ার্ক পারমিটের ভিসার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা আছে। কিন্তু এখনও ভিসার অনুমতি হয়নি। কারণ, এই আবেদনের সঙ্গে ভারতের মন্ত্রণালয়েরও অনুমতি লাগে। সেটির জন্য অপেক্ষা করছিলাম। ২০ অক্টোবর ভারত সরকার সেই অনুমতি দিয়েছে। ইতোমধ্যে ভারত থেকে অনুমতি মেইল করা হয়েছে। আশা করছি দ্রুতই ভিসা হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘এখন ভারতের অনুমতিপত্র জমা দেব। এরপর তথ্য মন্ত্রণালয় এটি বিচার-বিশ্লেষণ করে ভিসা দেবে। আশা করছি এ সপ্তাহেই ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যাবে। শাকিব খান কবে ভারতে যাচ্ছেন, তা ভিসা পাওয়ার ওপরই নির্ভর করছে।’
কিবরিয়ার কথা অনুযায়ী আজ (২২ অক্টোবর) ছবির ভারতীয় কারিগরি টিম, কলাকুশলী শুটিং লোকেশন বেনারস পৌঁছানোর কথা।অন্যদিকে এরইমধ্যে মুম্বাই অবস্থান করছেন পরিচালক অনন্য মামুন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের উত্তর প্রদেশে শুটিং করতে হলে ভারতের মিনিস্ট্রি অব ইনফরমেশন অ্যান্ড বোর্ড কাস্টিং, দিল্লি থেকে অনুমতিপত্র নিতে হয়। ২০ অক্টোবর সেটি আমরা পেয়েছি। এই অনুমতিপত্র বাংলাদেশে মন্ত্রণলায়ে জমা দেওয়ার পর বাংলাদেশি শিল্পীদের ওয়ার্ক পারমিট ভিসা হয়ে যাবে। আশা করছি ২৬ অক্টোবর থেকে শুটিং শুরু করতে পারব।’
এ ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ। বাংলা, হিন্দি, তামিল, মালয়ালম-এই চার ভাষায় ছবিটি তৈরির কথা। ছবিটি প্রযোজনার দায়িত্বে আছে পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।