এস এম রাফি ২৫ এপ্রিল ২০২৩ , ৪:৫২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডে একটি বাড়ি ও দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৪ এপ্রিল ) দিবাগত মধ্যরাতে উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচা বাড়ির চরের মৃত ঝুমুর আলির ছেলে চাঁন মিয়ার বসত ঘরে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে। এতে চাঁন মিয়ার ও তার দুই ছেলের তিনটি বসত ঘর ও একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত চাঁন মিয়া ও তার ছেলে আজাদুল জানায়, সোমবার রাতে বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে মধ্যরাতে হঠাৎ ঘরে আগুন লাগে। পরে বাড়ির লোকজনের আত্ম চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নিভাতে সক্ষম হয়। ততক্ষণে আমাদের তিনটি ঘর ও একটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পড়নের কাপড় ছাড়া আর কিছুই বের করতে পারি নাই।
ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক সহায়তার জন্য একটি আবেদন সুপারিশ করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।