এস এম রাফি ২৮ এপ্রিল ২০২৩ , ৪:৫৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬শ পিছ ইয়াবা টেবলেট সহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ওই যুবকের নাম শফিকুল ইসলাম (২২)। সে উপজেলার সদর ইউনিয়নের ভোটহাট এলাকার শাহা আলীর পুত্র। আটক যুবক এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, মাদক বিরোধী বিশেষ অভিযানে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের ভোটহাট এলাকার ভোটহাট মুক্তিযোদ্ধা মার্কেট থেকে ওই যুবককে আটক করা হয়। তার দেহ তল্লাশী করে নীল রংয়ের ৩ টি জিপার ব্যাগ প্রতিটি ব্যাগের ভিতরে ২০০ পিস করে মোট ৬০০ পিস মাদকদ্রব্য ইয়াবা টেবলেট উদ্ধার করে। উক্ত মাদক ভারতীয় সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে মাদক সেবীদের নিকট বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।