ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৪ , ৯:৪৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অপর এক যুবক মারাত্মক আহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভূরুঙ্গামারী – সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত ওই যুবকের নাম বিপুল মিয়া ওরফে বিপ্লব (২০)। সে বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া লক্ষীমোড় গ্রামের আনিছুর রহমানের ছেলে। আহত যুবক একই গ্রামের সোবাহান আলীর ছেলে রাহাত মিয়া (১৮)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, শনিবার সন্ধ্যায় মোটর সাইকেল যোগে দুই যুবক বাড়ি থেকে বেড়িয়ে ভূরুঙ্গামারী – সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় পৌছলে স্থলবন্দর থেকে পাথর বোঝাই একটি পিছন থেকে চাপা দিলে মোটরসাইকেলর চালক বিপ্লব ঘটনাস্থলেই মারা যায়। মোটরসাইকেলে থাকা অপর যুবক পা ভেঙ্গে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা আহত যুবককে মূমুর্ষু অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে প্রেরণ করে। পরে এলাকাবাসী সোনাহাট সেতুর পূর্ব পাড়ে ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।লাশ নিহতের স্বজনরা বাড়িতে নিয়ে গেছে এবং ঘাতক ট্রাকটি থানা হেফাজতে আনা হয়েছে। একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।