এস এম রাফি ২২ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৩৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা ও বাদ আছর উপজেলার ১০টি ইউনিয়নে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন এই দোয়া মাহফিলের আয়োজন করে।
শুক্রবার বিকেলে সদর ইউনিয়ন বিএনপি ভূরুঙ্গামারী ফাযিল মাদরাসা মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে। সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদার। অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজি নিজাম, উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম,সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন,উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টু, মাইদুল ইসলাম,মাহফুজুর রহমান মামুন ব্যাপারী, মাহবুব হোসেনসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।