এস এম রাফি ২৯ অক্টোবর ২০২৩ , ১০:১৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মোঃ জহিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বিএনপি-জামায়াতের দেশবিরোধী হরতাল, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে শনিবার সকাল ১১ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ ও ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার বালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম এর নির্দেশে ভূল্লী বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে সমাবেশের আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আনারুল হক সরকার, ঠাকুরগাঁও জেলা যুবলীগের উপ দপ্তর সম্পাদক এস এম সাওন চৌধুরী, জেলা যুবলীগের নেতা জাকিউর রহমান জুয়েল, ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র প্রমূখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে রাজধানীতে সমাবেশের নামে বিএনপি-জামায়াত নৈরাজ্যের সৃষ্টি করছে। আওয়ামীলীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়, দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না।