রাজনীতি

ভেন্যু পরিবর্তনে তিন দলেরই ‘না’

  এস এম রাফি ২৬ অক্টোবর ২০২৩ , ১০:১৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে সমাবেশের বিকল্প দুটি ভেন্যুর নামসহ সাতটি তথ্য জানতে বিএনপি ও আওয়ামী লীগের কাছে চিঠি দিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেই চিঠির জবাবে শনিবার মহাসমাবেশের ভেন্যু নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই থাকবে বলে জানিয়েছে বিএনপি। অন্যদিকে, বায়তুল মোকাররম দক্ষিণ গেটেই শান্তি সমাবেশ করবে বলে নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়েছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিটি ডিএমপির পল্টন মডেল থানা পুলিশের ওসি বরাবর পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে আয়োজনের সকল কাজ এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। যার ফলে অন্য ভেন্যুতে গিয়ে সমাবেশ করা সম্ভব না।

এদিন দুপুরে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ডিএমপি জানতে চেয়েছে ভেন্যু অন্য কোথাও করবো কি না। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, আমাদের ভেন্যু দলীয় কার্যালয়ের সামনেই থাকবে। আর আমরা চিঠি দিয়েছি। তারা চিঠি দিয়েছে, আমরা তার জবাব দিয়েছি। এ সময় তিনি অভিযোগ করেন, মহাসমাবেশকে কেন্দ্র করে গতরাতে (বুধবার) প্রায় ১৫০ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং মিথ্যা মামলা দেয়া হয়েছে ১০টি।

ডিএমপি থেকে পাঠানো চিঠির জবাবে ঢাকা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পদক মো. রিয়াজ উদ্দিন বলেন, আগামী ২৮ অক্টোবর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। ২৮ অক্টোবর শান্তি ও উন্নয়ন সমাবেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি (মঞ্চ নির্মাণ ও প্রচার প্রচারণার কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এমতাবস্থায়, স্বল্প সময়ের মধ্যে অন্য কোনো ভেন্যুতে নতুনভাবে সমাবেশের প্রস্তুতি গ্রহণ করা দুরূহ ব্যাপার।

আওয়ামী লীগের শান্তি সমাবেশ প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বায়তুল মোকাররম দক্ষিণ গেট, অনলি ওয়ান ভেন্যু আই ম্যানশন। যেটা বলেছি সেটাই। ২৮ অক্টোবর বায়তুল মোকাররম মস‌জি‌দের দক্ষিণ গেটেই আওয়ামী লীগের সমাবেশ অনু‌ষ্ঠিত হ‌বে। অন্যদিকে, একইদিনে শাপলা চত্বরে মহাসবাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যদিও পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে, অনিবন্ধিত, স্বাধীনতা বিরোধী এবং যুদ্ধাপরাধীতে অভিযুক্ত দল হওয়ায় ২৮ অক্টোবর ঢাকায় জামায়াতকে সমাবেশ করতে দেওয়া হবে না। আজ বৃহস্পতিবার ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করে শনিবার শাপলা চত্বরে মহাসমাবেশ করতে নিজেদের অনড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেন, সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আমরা আগামী ২৮ অক্টোবর মতিঝিলের শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি ইতোমধ্যেই ঘোষণা করেছি। শান্তিপূর্ণ এই মহাসমাবেশে সুশৃঙ্খলভাবে সমবেত হয়ে এক দফা দাবি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়নের আন্দোলনকে বেগবান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, ‘সরকারের কোনো ধরনের উসকানি, অসাংবিধানিক ও গণতন্ত্র বিরোধী অপতৎপরতায় বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা দেশবাসী এবং সংগঠনের সর্বস্তরের জনশক্তির প্রতি আহ্বান জানাচ্ছি।’