সারাদেশ

ভোটারদের দ্বারে গিয়ে হাতে ধরে অনুরোধ করবো- কবির বিন আনোয়ার

  এস এম রাফি ২৬ সেপ্টেম্বর ২০২৩ , ৮:৪৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার বলেছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাবো। হাতে ধরে অনুরোধ করে হলেও তাদের ভোট কেন্দ্রে নিয়ে আসবো।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি একদিনের সফরে এসে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণার উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আমাদের নৌকা মার্কার ভোট ৩৫ থেকে ৪০ শতাংশ দাবি করে তিনি বলেন, আমরাতো অনেক কাজ করেছি। বঙ্গবন্ধু কন্যা মানুষকে ভাতা দিচ্ছেন। প্রায় ৪ কোটি কৃষককে সরাসরি ভর্তুকি দেওয়া হচ্ছে। তাদের কার্ড দেওয়া হয়েছে। ৩২ লাখ প্রতিবন্ধীকে ভাতা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ সরকারের এই সাফল্য জনগণের কাছে তুলে ধরলে অবশ্যই তারা বঙ্গবন্ধু কন্যার ডাকে সাড়া দিবেন। ভোটারদের সাথে কথা বলতে হবে, আমরা সেই পরিকল্পনা নিয়ে কাজ করছি।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি, সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত স্থানীয় আওয়ামী লীগের মতবিনিময় সভায় যোগ দেন।