অনলাইন ডেস্ক ৭ জানুয়ারি ২০২৪ , ৭:৪৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, এখন পর্যন্ত তো আমি খুবই আশাবাদী। আসলে আমি যতটা না ভোটের ব্যাপারে ফাইট করেছি, তারচেয়ে বেশি ফাইট করতে হয়েছে বিভিন্ন ধরনের হুমকি, ভোট সেন্টার দখলের পাঁয়তারা ও পেশিশক্তির বিরুদ্ধে। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পেশিশক্তির যন্ত্রণা সইতে সইতে সাড়ে ৩টা বেজে গেছে।
রোববার বেলা সাড়ে ৩টায় চুনারুঘাট উপজেলার নোয়াগাঁও (৭) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যারিস্টার সুমন এসব কথা বলেন।
তারপরও শতভাগ সফলতার আশা করে তিনি বলেন, যারা ভোটপ্রয়োগ করেছেন, তাদের অভিব্যক্তি জেনে জয়ের ব্যাপারে আশা করছি। তবে সার্বিক নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছে তিনি।