শিক্ষা

ভ্রাতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত রুয়েটে!

  রুয়েট প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:৫৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

৬ ফেব্রুয়ারি যন্ত্রকৌশল বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী সোহান আলীর মোবাইল ফোন ট্রেনে বাড়ি ফেরার পথে চুরি হয়ে যায়। বিষয়টি জানতে পেরে তার সহপাঠী ও অগ্রজেরা একত্র হয়ে তাকে একটি নতুন মোবাইল ফোন কিনে আকস্মিকভাবে উপহার দেন। তাদের এই তাৎক্ষণিক সহযোগিতা ও আন্তরিকতা সোহানকে অত্যন্ত উচ্ছ্বসিত করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি একটি পোস্ট শেয়ার করেন, যা দর্শকদের জন্য হবুহু তুলে ধরা হলো:
‘‘গত ০৬-০২-২০২৫ বৃহস্পতিবার আমি রাজশাহী থেকে বাসায় যাওয়ার সময় ট্রেন থেকে আমার ফোন চুরি হয়ে যায়। বাসায় আমি এখনো কিছু বলি নাই। স্বাভাবিকভাবেই আমার মন খারাপ ছিল। ছবিতে যে মানুষগুলোকে দেখছেন, ওনারা আমার আরেকটা পৃথিবী, আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাইরা। ঘটনাটা জেনে আমাকে অবাক করে দিলো। আজ ১০-০২-২০২৫, রবিবার আমাকে একটা নতুন ফোন কিনে সারপ্রাইজ দিলো। এক মুহূর্তের জন্যও চোখের পানি ধরে রাখতে পারলাম না। জীবনের কোন ভালো কাজের জন্য এমন মানুষদের ♥️ বড় ভাই হিসেবে পাইছি জানিনা, কিন্তু এইটুকু আমি বলতে পারি আমি ভাগ্যবান। আমার বিপদের সময় আপনারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, সেটা বলে শেষ করতে পারবোনা। সারা জীবন এই কথা মনে থাকবে, আল্লাহর রহমতে, রুয়েট জীবনে কিছু মানুষ আমার জীবন রাঙিয়ে দিয়েছিলো। আমার কাছে রুয়েট মানেই আমার ভালোবাসার মানুষগুলো। রুয়েট থেকে কি নিয়ে যাব, সেটা ভালোমত বুঝেছি…… রুয়েট সুন্দর’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর সর্ব মহলে প্রশংসিত হচ্ছে। তাদেরই একজন মন্তব্য করেন, ‘এই ঘটনা আবারও প্রমাণ করলো যে রুয়েট শুধু প্রযুক্তি শিক্ষার কেন্দ্র নয়, বরং এটি একটি পরিবার, যেখানে প্রতিটি সদস্য বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ায়।’ অপর এক শিক্ষার্থী বলেন, ‘সিনিয়র-জুনিয়রের এই ভালোবাসা ও বন্ধন রুয়েটের শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার চেতনাকে আরও শক্তিশালী করবে।’