বিবিধ

ময়মনসিংহে দুটি তক্ষকসহ দুজন গ্রেফতার

  এস এম রাফি ১৪ জুন ২০২৩ , ২:৪৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে দুটি তক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার সন্ধ্যায় ফুলপুর উপজেলার গড়পয়ারী এলাকায় অভিযান তাদের গ্রেপ্তার করা হয়। 
বুধবার সকালে র‌্যাব-১৪ বিষয়টি নিশ্চিত করেছে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ফুলপুর উপজেলার গড়পয়ারী এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানের সময় গড়পয়ারী গ্রামের এনামুল হক (৪৫) ও রিপন মিয়াকে (৩০) আটক করা হয়। তাদের কাছ থেকে ২টি তক্ষক উদ্ধার করা হয়। 

র‌্যাব-১৪ ময়মনসিংহের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, তক্ষকগুলো গ্রেপ্তার ব্যক্তিরা সিলেট থেকে সংগ্রহ করে। এ ঘটনায় র‌্যাব তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণে আইনে ফুলপুর থানায় মামলা করেছে। বুধবার তাদের আদালতে পাঠানো হবে।