সারাদেশ

মশা ও ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচী

  এস এম রাফি ২৩ আগস্ট ২০২৩ , ৪:০৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মশা ও ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচী শুরু হয়েছে।

বুধবার কুড়িগ্রাম পৌরসভার উদ্যোগে পৌরসভা চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে প্রচার ও লিফলেট বিতরণ করা হয়।

একুশের চেতনা উজ্জ্বীবিত করতে কুড়িগ্রামের পাড়া-মহল্লায় শিশু-কিশোরদের অস্থায়ী শহিদ মিনার নির্মাণ

এ কর্মসূচীর উদ্বোধন করেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরিফ, এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগ এর সহসভাপতি এসএম ছানালাল বকসী, আওয়ামী লীগ নেতা অলক সরকার, জেলা তথ্য অফিসার শাহাজাহান আলী, কুড়িগ্রাম পৌরসভার প্যানেল মেয়র রোস্তম আলী তোতা সহ পৌর কাউন্সিলরগণ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। এ কর্মসূচী সপ্তাহব্যাপী পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডের জনসাধারণকে সচেতন করতে অব্যাহত থাকবে।