Editor ২৩ ডিসেম্বর ২০২২ , ১২:১৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্কঃ
বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান। ক্রোয়েশিয়ার সুন্দরী মডেল কন্যা ইভানা নল কাতার বিশ্বকাপে সেই কাজটাই করছিলেন।
খোলামেলা পোশাক পরে রাস্তাঘাটে চলাফেলা, স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না—আয়োজক কাতার কড়াভাবেই এই আদেশ জারি করেছিল।
কিন্তু কড়াকড়ি সত্ত্বেও পশ্চিমা বিশ্বের কিছু কিছু নারী ভক্ত কৌশলে যতটুকু সম্ভব খোলামেলা পোশাকেই স্টেডিয়ামে ঢুকে খেলা দেখার চেষ্টা করেছে।
সাবেক ‘মিস ক্রোয়েশিয়া’ ইভানা নল তাদের একজন। তিনি ক্রোয়েশিয়ার প্রতিটি ম্যাচেই অনেকটা খোলামেলা পোশাকে গ্যালারিতে বিশেষ উত্তাপ ছড়িয়েছেন।
কিন্তু আগের ম্যাচগুলোতে নিরাপত্তাকর্মীদের চোখে ধুলো দিতে পারলেও পরশু ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তা পারেননি।
সেদিন বরং মাত্রা ছাড়িয়ে ধরা খেয়েছেন তিনি। না, ক্রোয়াট সুন্দরীকে গ্রেফতার করে হাজতে যেতে হয়নি। তবে আইন অমান্য করা পোশাক পরিধানের কারণে নিরাপত্তাকর্মীদের জেরার মুখে পড়তে হয়েছিল।
নিরাপত্তাকর্মী কড়াভাবে সতর্ক করে দিয়েছেন তাকে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিতে ইভানা মাঠে গিয়েছিলেন লাল অন্তর্বাস ও গায়ের সঙ্গে সেঁটে থাকা লাল-সাদা প্যান্ট পরে! যাতে আঁকা ছিল ক্রোয়েশিয়ার জাতীয় পতাকার নকশা।
দল এবং সমর্থকদের অনুপ্রেরণা দিতে ক্রোয়েশিয়ার প্রতিনিধি হিসেবেই ‘চিয়ারলিডারে’র ভূমিকায় কাতারে তিনি। সেই কাজে সফল ইভানাকে ক্রোয়েশিয়ার গণমাধ্যম ‘ক্রোয়েশিয়ার সেক্সিয়েস্ট চিয়ারলিডার’ খেতাব দিয়েছে।
এসবে আরো অনুপ্রাণিত হয়েই কি না ইভানা ব্রাজিল ম্যাচে নিজেকে আরো বেশি জাহির করার চেষ্টা করেন।
লাল অন্তর্বাস আর গায়ে লেগে থাকা পোশাক পরা ইভানা সেদিন একের পর এক সেলফি তুলে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। শুধু তাই নয়। বারবার আসন ছেড়ে এদিক সেদিক ঘুরাফেরা করছিলেন।
বেশ কয়েক বার গ্যালারি থেকে নিচেও নেমে আসেন! আর এই কাজ করতে গিয়েই ধরা খেয়েছেন তিনি। কড়া জেরার পর নিরাপত্তাকর্মীরা তাকে যথাযথ পোশাক পরে নিজ আসনে বসে খেলা দেখতে সতর্ক করেন।
তবে নিরাপত্তাকর্মীদের ধমক খেলেও ইভানা খুশি মনেই মাঠ ছেড়েছেন।