সারাদেশ

মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ

  এস এম রাফি ২৯ আগস্ট ২০২৩ , ৯:৫১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট ২০২৩) বিকেলে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ তারিখ আনুমানিক সকাল ০৭৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন পদ্মা কর্তৃক মুন্সিগঞ্জ জেলার, লৌহজং উপজেলাধীন খান বাড়ি মোড় সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কক্সবাজার থেকে খুলনাগামী একটি ট্রাক তল্লাশী করে ৪৫টি ড্রাম থেকে আনুমাণিক ১ কোটি ২৬ লক্ষ পিস অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে অবৈধ চিংড়ির রেনু পোনা লৌহজং উপজেলা লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইলিয়াস সিকদার এর উপস্থিতিতে জব্দকৃত চিংড়ির রেনু পোনা পদ্মা নদীতে অবমুক্ত করা হয়